ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের ভিসা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যে যুক্তরাষ্ট্র বলেছে, ‘আমেরিকান আইন অনুযায়ী ভিসার তথ্যগুলো গোপন রাখা হয়।’
মঙ্গলবার (৬ আগস্ট) আমেরিকান ভিসানীতিসহ বিভিন্ন ব্যাপারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইন অনুসারে ভিসার তথ্য গোপনীয়। আমরা কারো ভিসার ব্যাপারে বিস্তারিত আলোচনা করি না।’
যুক্তরাষ্ট্র শেখ হাসিনা, তার বোন, প্রাক্তন সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের আমেরিকান ভিসা বাতিল করেছে- এমন তথ্য জানার জন্য বহু সাংবাদিক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন।
সোমবার (৫ আগস্ট) কারফিউ উপেক্ষা করে ঢাকায় জড়ো হয়ে শেখ হাসিনাকে পদত্যাগ ও দেশ ছাড়তে বাধ্য করেন বিক্ষোভকারীরা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার (৬ আগস্ট) রাজ্যসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্বতঃপ্রণোদিত বিবৃতিতে বলেন, ‘আমাদের বুঝতে পেরেছি যে, নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর শেখ হাসিনা দৃশ্যত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খুব অল্প সময়ের নোটিশে তিনি এ মুহূর্তে ভারতে আসার অনুমতি চেয়েছেন। আমরা একই সাথে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য একটি অনুরোধ পেয়েছি। গতকাল সন্ধ্যায় তিনি দিল্লিতে পৌঁছেছেন।’
সিএন/আলী
Views: 1
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন