রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা

সোমবার, আগস্ট ৫, ২০২৪

প্রিন্ট করুন

পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে বোনসহ দেশ ছাড়েন তিনি। ধারনা করা হচ্ছে শেখ হাসিনা ভারতের পশ্চিম বঙ্গের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

সোমবার (০৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

Views: 38

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন