শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

শেষ মুহূর্তে বিল পাস করে অল্পের জন্য শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

রবিবার, অক্টোবর ১, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: শেষ মুহূর্তে এসে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয়ই স্বল্প মেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হওয়ায় সরকার অচল (শাটডাউন) হওয়া এড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সরকারি কর্মচারীকে বিনা বেতনে ছুটিতে পাঠাতে হত, বন্ধ হয়ে যেত সরকারের গুরত্বপূর্ণ বিভিন্ন সেবা।

যুক্তরাষ্ট্রের সরকারকে আগামী নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল সিনেটে ৮৮-৯ ভোটে পাস হয়েছে। তবে, এতে ইউক্রেনের জন্য নতুন কোন সহায়তার পরিকল্পনা রাখা হয়নি।

চুক্তি না হলে রোববার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল দশটা থেকে অচল হয়ে পড়ত যুক্তরাষ্ট্রের সরকারের একটি বড় অংশ

৪৫ দিনের এই পরিকল্পনা উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। এটি পাস হওয়ায় আপাতত স্বস্তি পেল ডেমোক্র্যাট সরকার।

এর আগে, নতুন অর্থায়ন বিল নিয়ে এক দল কট্টর রিপাবলিকান সদস্য আপত্তি তোলায় আংশিক অচল হওয়ার ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন