ঢাকা: আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ ও কিছু শ্রমিককে কালো তালিকাভুক্তি করা ও কিছু শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নেতাদের সাথে বৈঠকে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের আন্তর্জাতিক শ্রম বিষয়ক ব্যুরোর প্রতিনিধিরা এ উদ্বেগ জানান। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিক অধিকার চর্চার অবারিত সুযোগ সৃষ্টিতে শ্রম আইনের দ্রুত সংশোধনের তাগিদও দেয়া হয় প্রতিনিধি দলের পক্ষ থেকে।
রোববার (২৪ নভেম্বর) ঢাকার হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এমফে রদ্রিগেজ। বৈঠকে ছিলেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি, অফিস অব ট্রেড অ্যান্ড লেবার অ্যাফেয়ার্সের প্রধান, অ্যান এম জোলনার, ইউএনআই গ্লোবাল ইউনিয়নের সাধারণ সম্পাদক ক্রিস্টি হফম্যান, ওয়ার্কার রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভা। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠান গ্যাপ, পিভিএইচ কর্পোরেশন এবং ভিএফ কর্পোরেশনসহ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন।
আলোচনায় বিজিএমইএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের প্রশাসক আনোয়ার হোসেন। তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রম অধিকার ও শ্রম আইনের সংস্কারের ক্ষেত্রে পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতিগুলো সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। বিজিএমইএর পরিচালনায় গঠিত সহায়তা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত বিজিএমইএর একজন প্রতিনিধি সংবাদ মাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শ্রম ইস্যুতেই বেশি সোচ্চার আছেন। তবে, ক্রেতারা পোশাক পণ্যের ন্যায্যমূল্য না দিলে শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানো যে সম্ভব নয়, সেটা তারা মানতে নারাজ। এ জন্য বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছ, ‘‘ক্রেতারা কেবল নিতে চায় কিছু দিতে চায় না। ন্যায্য দরের বিষয়ে নৈতিক বাণিজ্য নীতি অনুসরণে ক্রেতাদের অনুরোধ করার জন্য প্রতিনিধি দলকে অনুরোধ জানিয়েছেন তারা’।’
বৈঠকে আরো টেকসই, ন্যায্য ও শক্তিশালী পোশাক খাত গড়ে তোলার জন্য বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সরকার ও শিল্পের স্টেকহোল্ডারদের মধ্যে অব্যাহত সহযোগিতার ওপর জোর দেয়া হয়েছে।
চার দিনের সফরে গেল শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এমফে রদ্রিগেজ। রোববার (২৪ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেও বৈঠক করে প্রতিনিধি দলটি। সোমবার (২৫ নভেম্বর) শ্রমিক নেতাদের সাথে বৈঠক হবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের কথা রয়েছে
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন