শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সংঘাতের মধ্যে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: দখলদার ইসরায়েলের সাথে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইসরায়েলের প্রতি সহমর্মিতা দেখাতে ব্লিঙ্কেন ইসরায়েলে যান। সফরের অন্যতম আরেকটি উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র যে ইসরায়েলের পক্ষে আছে, তা বিশ্ববাসীকে জানানো।

জানা যায়, ব্লিঙ্কেন হামাসের হাতে আটক (আমেরিকানসহ) বন্দিদের ছাড়িয়ে নিতে চেষ্টা চালাবেন। এছাড়া গাজায় সম্ভাব্য স্থল হামলার সেখানে বসবাসরত আমেরিকান-ফিলিস্তিনিদের মিসরে চলে যাওয়ার সুযোগ দিতে— মিসর ও ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ইসরায়েল সফর শেষে অ্যান্টনি ব্লিঙ্কেন যাবেন জর্ডানে। সেখানে তিনি জর্ডানের রাজা আব্দুল্লাহ-২ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন এমন সময় ইসরায়েলে ছুটে গেলেন যখন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনের পক্ষে নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন