বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

শিরোনাম

সংলাপের মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব: জামায়াত আমির

শনিবার, মে ২৪, ২০২৫

প্রিন্ট করুন

দেশে চলমান পরিস্থিতির কিছুটা ইতিবাচক পরিবর্তন হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মনে করি অর্থবহ আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান সমস্যার সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব।

শনিবার (২৪ মে) সকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী চুপ করে থাকতে পারে না। ইতোমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমরা দ্রুততম সময়ের মধ্যে দলীয় নির্বাহী পরিষদের সভায় বসেছি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বৈঠক শেষে আমরা বলেছি, সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। এ সংস্কৃতির অবসান হওয়া উচিত। এজন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। তাদের এ অর্থবহ ডায়ালগের ব্যবস্থা করে নিতে হবে। সমস্যা যত বড়ই হোক আমরা বিশ্বাস করি আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন