বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সকলকে শান্ত থাকতে বললেন প্রধান উপদেষ্টা

বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: দেশে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সাথে জাতির যে কোন ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘জাতীয় স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। হিন্দু, মুসলিম, ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলেছেন তিনি। তিনি সবাইকে শান্ত হতেও বলেছেন।’

যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্সের ভুল নিউজ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘এ ব্যাপারে যা যা করার তাই করেছি। চট্টগ্রামের ইস্যুতে সবাইকে শান্ত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ছয়জন সরাসরি হামলায় যুক্ত ছিল। ২১ জনকে পুলিশের কাজে বাধা ও সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে গ্রেফতার করা হয়েছে। ছয়জন ছিল যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য। তারা ককটেলসহ হামলা ঘটিয়েছে।’

মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপিও। এছাড়া দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি।

বৈঠক শেষে সন্ধ্যা সোয়া সাতটায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি এসব কথা জানান।

বৈঠকে আরো অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন