বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

সবুজের গালিচায় সাবেকদের মিলনমেলা

শনিবার, এপ্রিল ৩০, ২০২২

প্রিন্ট করুন

ইফতেখার ইসলাম: নেই কলকল কোলাহল,নেই কোন ব্যস্ততা। চট্টগ্রামের মীরসরাই উপজেলা শহর থেকে বেশ কয়েক মাইল পশ্চিমে গ্রামীণ পরিবেশে এক অনন্য বিদ্যাপীঠ সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিদ্যালয় থেকে মাধ্যমিক জ্ঞান আহরণ করেছে হাজার হাজার শিক্ষার্থী। তবে জাগতিক ব্যবস্ততায় সুযোগ হয়ে উঠে নি সাবেকদের একমঞ্চে একত্রিত হওয়ার। শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিলো এক প্রাণোচ্ছল মিলনমেলার। 

তবে এবার হয়েছে সেই সুযোগ। পবিত্র মাহে রমজানে বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে ছিলো বেশ প্রাণবন্ত। শিক্ষার্থীদের পাশাপাশি ছিলো শিক্ষকরাও। মাঠভরা সবুজ ঘাসের গালিচা। তার সাথে বাতাসের শিথিলতায় এক মনোমুগ্ধকর পরিবেশ এক সাথে বসে মুগ্ধকর ইফতারিতে মেতেছিলো শিক্ষার্থীরা। শনিবার (৩০ এপ্রিল) বিদ্যালয়টির মাঠে আয়োজিত এই ইফতার মাহফিল নজর কেড়েছে সবার। 
ইফতার মাহফিলে হয়েছে সাবেক শিক্ষার্থীদের  আড্ডা ও গল্প। সেই সাথে অনেকে ঘুরে ঘুরে দেখেছেন কৈশোরের সেই পরিচিত বিদ্যাঙ্গন। শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন এরকম কোন আয়োজন করতে পারি নি। তবে রমজানের ইফতার মাহফিলের মাধ্যমে একটা ছোট আকারের মিলনমেলা হয়েছে। সামনে আরো বড় আয়োজনের ইচ্ছাও পোষণ করেন শিক্ষার্থীরা। 

ইফতার মাহফিলে বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ছাড়া আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আবুল পারভেজ, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম,মো. নুরুল্লা, আবু জাফর,নাসির উদ্দিনসহ বিদ্যালয় পরিচালনা সংশ্লিষ্টরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন