সিএন প্রতিবেদন: সমুদ্রপথে জাহাজে করে হজ করার বিষয়ে সৌদি আরব অনুৎসাহিত করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করছি। কিন্তু আলোচনা করলেও আমাদের চিন্তাধারাটা এমন, ডেডিকেটেড ফ্লাইটে আমরা হজযাত্রী পাঠাচ্ছি। আমরা যখন জাহাজে পাঠাবো তখন তো ডেডিকেটেড ফ্লাইট আর হবে না। কারণ সমুদ্রপথে যারা যাবে, তাদের জন্য সে জায়গায় আবার বাংলাদেশ এবং সৌদি আরব দুই অংশেই ইমিগ্রেশন হয়। সে ইমিগ্রেশন তখন তো একবার গিয়ে চট্টগ্রাম পড়বে, আবার জেদ্দাতেও পড়বে। এগুলোতো আর হবে না।
মন্ত্রী বলেন, সৌদি সরকার অনেকটা বলা চলে এটা ইনকারেজ (উৎসাহিত) করছে না। তারা বলছে এটাই (ডেডিকেটেড ফ্লাইট) সবচেয়ে ভালো।
তিনি আরও বলেন, আবার যারা চিন্তা করছে যাবে, এটাতে কিছু সংখ্যক লোক হয়তো ভ্রমণ করার চিন্তাভাবনা করছে। তবে আল্টিমেটলি কতটুকু সাকসেসফুল হতে পারবে, এটা চিন্তাভাবনা করে দেখার পর হয়তো আমাদের একটা সিদ্ধান্ত হতে পারে। এখনও কিছু বলা যাবে না।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন