রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের একুশ ও ভাষা শহীদ স্মরণে ‘পলাশরাঙা বর্ণমালা’ সম্পন্ন

রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে মহান ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের স্মরণে ‘পলাশরাঙা বর্ণমালা’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সিটির কাজীর দেউরী আউটার স্টেডিয়াম সংলগ্ন মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয।

সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মেজবাহ্ চৌধুরী ও নির্বাহী সদস্য সূপর্ণা বড়ুয়ার সঞ্চালনায় শুরুতেই বক্তব্য দেন অনুষ্ঠানের আহবায়ক বঙ্গবন্ধু বাচিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

কথামালা পর্বে বক্তব্য দেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী দেবাশিস্ রুদ্র ও সভাপতি হাসান জাহাঙ্গীর।

একক আবৃত্তি পরিবেশনায় অংশ নেন মুনতাহা তাসনুর, সুস্মিতা দত্ত, সায়মা জান্নাত, লাবণ্য মুৎসুদ্দি, আঁখি আকতার, জসীম উদ্দীন। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে  শব্দনোঙর আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল চট্টগ্রাম, সন্দীপনা আবৃত্তি বিভাগ, গৌরী ললিতকলা একাডেমি।

সংগীত পরিবেশনায় অংশ নেন আমন্ত্রিত সংগীতশিল্পী জয়া বড়ুয়া।

অনুষ্ঠানে আবৃত্তিশিল্পীরা মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, শামসুর রাহমান, কামাল চৌধুরীর কবিতা আবৃত্তি করেন।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন