শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

সরকার জনবান্ধব নয় বিধায় মানুষের বিপদে পাশে থাকে না

সোমবার, জুলাই ৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, ‘বিপর্যস্ত এসব মানুষের জন্য সরকারের তরফ থেকে কোন জরুরি তৎপরতা নেই। সরকার জনবান্ধব নয় বিধায় মানুষের বিপদে, দুর্ভোগ ও দুর্গতিতে পাশে থাকে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেটে বন্যার প্রথম দিন থেকে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা বন্যাকবলিত মানুষের পাশে থেকে কাজ করছেন। প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা প্রত্যন্ত জায়গায় খাদ্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশে চট্টগ্রাম সিটির বিএনপির পক্ষ থেকেও বন্যা দুর্গতদের সাহায্যের জন্য একটি সহায়তা সেল গঠন করা হয়েছে। বিএনপির বিত্তশালী নেতাকর্মী ও সাধারণ মানুষের থেকে সহায়তা নিয়ে সিলেটে বন্যা দুর্গতদের সাহায্য করা হবে।’

রোববার (৩ জুলাই) বিকালে সি‌লেটে ভয়াবহ বন্যায় ক্ষ‌তিগ্রস্থ‌ মানু‌ষের পা‌শে দ‌াঁড়া‌তে বন্যার্তদের জন‌্য চট্টগ্রাম সিটি বিএন‌পির পক্ষ থে‌কে সিটির রিয়াজ উ‌দ্দিন বাজার এলাকায় সাধারণ মানুষের কাছ থে‌কে ত্রাণ সহায়তা সংগ্রহকা‌লে তিনি এসব কথা ব‌লেন।

সিলেটে পানি বন্দি মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে আবুল হাশেম বক্কর আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অতীত ত্রাণ তৎপরতাকে স্মরণে রেখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দুর্গত মানুষের সাহায্যে ও ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবা‌হিকতায় আজ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে শতাব্দির ভয়াবহতম বন্যায় ক্ষ‌তিগ্রস্থ‌ মানু‌ষের পা‌শে দ‌াঁড়া‌তে চট্টগ্রাম সিটির বিএন‌পির নেতাদের সা‌থে নি‌য়ে সব স্ত‌রের জনসাধার‌নের কাছ থে‌কে ত্রাণ সহায়তা সংগ্রহ করা হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি বিএন‌পির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ আ‌জিজ, যুগ্ম আহবায়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, সিটি বিএন‌পির সাবেক সহ ব‌াণিজ‌্য সম্পাদক ওয়া‌হিদুল আলম, গ্রাম সরকার সম্পাদক সালাউ‌দ্দিন লাতু, কো‌তোয়ালী থানা বিএন‌পির নেতা আবদুল মান্নান, আবদুস শুক্কুর, আবুল কালাম, অঙ্গ সংগঠ‌নের নেতা নাছির উ‌দ্দিন চৌধুরী না‌ছিম, মো. সে‌লিম, এমদাদুল হক বাদশা, জিয়াউর রহমান জিয়া, আ‌লি মুর্তজা খান, মো. নওশাদ, আ‌মিন উল্লাহ, মো. বেলাল, মো. হাসান, মো. এমরান, সাজ্জাদ হো‌সেন খান, মাঈন উ‌দ্দিন খান রা‌জিব, আবু সা‌লেহ আ‌বিদ, মো. ফয়সাল, মো. ইউসুফ, মে. জোবা‌য়ের, মাঈন উ‌দ্দিন মো. রু‌বেল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন