মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সরকার ভীত, তাই এক অনুষ্ঠান থেকে ১২শ’-১৩শ’ লোক গ্রেফতার: মির্জা ফখরুল

সোমবার, জুলাই ৩১, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের পায়ের নিচে মাটি নেই। এই সরকার এত ভীত যে, একটা প্রোগ্রামে তারা ১২শ’-১৩শ’ লোককে গ্রেফতার করেছে।’

সোমবার (৩১ জুলাই) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের ‘হামলা এবং গ্রেফতারের’ প্রতিবাদে এই সমাবেশ করছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ২৮ ও ২৯ তারিখে (জুলাই) বিএনপির গুগলিতে আওয়ামী লীগ পুরো বোল্ড আউট হয়ে গেছে। আওয়ামী লীগ বুঝতেই পারেনি, কোন দিক দিয়ে বলটা আসতেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই অবৈধ সরকারের পুলিশ ২৭ তারিখ সমাবেশ করতে দিলো না। আমরা বললাম, ২৮ তারিখ করবো। ২৮ তারিখ যখন দেখলো লাখ লাখ মানুষ, সবাই একটাই মেসেজ দিয়েছে হাসিনাকে— অবিলম্বে গদি ছাড়ো।’

তিনি বলেন, ‘আমরা একটা ছোট্ট প্রোগ্রাম দিয়েছি ঢাকার প্রবেশমুখে অবস্থান। আমরা অবরোধ করিনি, হরতালও দেইনি। আমরা নেতাকর্মীদের নিয়ে একটা অবস্থান কর্মসূচি দিয়েছি। সেটাতে তারা ভয়ে ভীত হয়ে সাঁজোয়া যান নিয়ে, আর্মার্ড কার নিয়ে, তাদের সব গুণ্ডা বাহিনী নিয়ে, আর হাজার হাজার পুলিশ-বিজিবি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে এই জায়গাগুলোতে (বিএনপির অবস্থান কর্মসূচির স্থান) অবস্থান নিয়েছে। তারা নিরস্ত্র নিরীহ জনগণের ওপর গুলি চালিয়েছে।’

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত জনসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম।

মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সমাবেশ সঞ্চালনা করেন।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন