ঋতু পরিবর্তনের ইঙ্গিত বেশ স্পষ্ট টের পাওয়া যাচ্ছে বাতাসে। আচমকাই তাপমাত্রার হেরফের হলেই সর্দি-কাশির একটা সমস্যায় ভুগতে শুরু করেন অনেকেই। পুরো রাত শুকনো কাশি কাশতে কাশতে বুকে ব্যথা ধরে যায়। এই পরিস্থিতিতে আপনিও নাজেহাল? জানেন তো, আমাদের দেহ যখন প্রয়োজনের চেয়ে বেশি মিউকাস তৈরি করে, তখনই বাড়তি মিউকাস নাকের দিক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। চলতি কথায় সেটাকেই আমরা বলি ‘নাক দিয়ে জল পড়া’।
সবচেয়ে বিরক্তিকর হল সর্দিতে নাক বন্ধ হয়ে থাকা। সর্বক্ষণ সবার সামনে নাক টানা আর নাক মুছতে থাকাটা ভীষণ বিরক্তিকর। নাক বন্ধ হয়ে অস্বস্তিতে নিঃশ্বাস নিতে তো সমস্যা হয়ই, অনেকের শরীরের পাশাপাশি মেজাজটাও খারাপ হয়ে থাকে।
নাকের এই সর্দি দূর করার জন্য আপনি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারেন। কিছু পদ্ধতিতে নাক দ্রুতই পরিষ্কার হয়ে যাবে। আবার কিছু পদ্ধতিতে কিছু দিন সময় লাগলেও অসুস্থতা কেটে যাবে পুরোপুরি।
কীভাবে সারবে: খুব ভাল কাজ হয় স্টিম ইনহেল করলে, তাতে আপনার শ্বাসনালীর সব বাধা সরে যায়। মেডিসিন বিশেষজ্ঞ বলছেন, ‘দিনে দুই বার স্টিম নেয়ার পাশাপাশি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেলেই সাধারণত সমস্যা সেরে যায়। যারা খুব অ্যালার্জিতে ভোগেন, তার ডিসপোজেবল মাস্ক ব্যবহার করতে শুরু করুন ঋতু পরিবর্তনের সময়টায় অন্তত।’ গলার কাছটায় আরামের জন্য উষ্ণ জলে অ্যাপল সাইডার ভিনিগার আর মধু মিশিয়ে খেতে পারেন৷ আদা আর মধু দিয়ে চা খাওয়াও চলে। দুধ আর কাঁচা হলুদ বেশ করে ফুটিয়ে পান করুন, দেহের ভিতরের সব ইনফেকশন কমাতে তা কার্যকর।
যেসব নিয়ম মেনে চললে উপকার পেতে পারেন: স্যালাইন ড্রপ দিয়ে নাক পরিষ্কার করতে পারেন; যথেষ্ট পানি পান করুন; নাক ঝেড়ে ফেলুন, সর্দি আটকে রাখবেন না; নাক ও কপালে গরম সেঁক দিন, তবে ত্বক যেন পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন; গরম চা ও স্যুপ পান করুন; ঝাঁঝালো মেনথল মলম ব্যবহার করুন; গরম পানিতে গরগর করুন; কুসুম গরম পানিতে গোসল করুন; আপনার নাক যদি অ্যালার্জির কারণে বন্ধ হয়ে থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন, তবে এর জন্য অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন