সিএন প্রতিবেদন: সাতকানিয়া সমিতি ইউএসএ ইনকের বার্ষিক পিকনিক ২০২৫ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৯ সদস্য বিশিষ্ট পিকনিক আয়োজন কমিটি গঠন করা হয়।
রোববার (১৮ মে) নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল কাসেম। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমিন উল্লাহ। সভার শুরুতেই কোষাধ্যক্ষ মোহাম্মদ সামসুজজোহা (সোহেল) ‘ঈদ আনন্দ সন্ধ্যা’-র আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
পরবর্তীতে মুক্ত আলোচনার মাধ্যমে গঠন করা হয়। উপদেষ্টা আলহাজ মোহাম্মদ এ. জাফর কমিটির নাম ঘোষণা করেন। কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক আহমেদ নবী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ডা. নুর মোহাম্মদ ও সাহান উদ্দীন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ সফিউল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. রবি ও ইরফান নিশাত। এছাড়া প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মুসা, যুগ্ম সমন্বয়কারী মো. সামসুজজোহা (সোহেল) ও মো. লোকমান সিকদার।
কমিটি ২৫ হাজার মার্কিন ডলারের একটি প্রাথমিক বাজেট নির্ধারণ করেছে। এই বাজেট কীভাবে সংগ্রহ করা হবে—তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়।
আলোচনায় অংশ নেন উপদেষ্টা মো. এ. জাফর, সিনিয়র সহ-সভাপতি আহমেদ নবী চৌধুরী, সহ-সভাপতি আবদুস সালাম, উপদেষ্টা খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল, সহ-সাধারণ সম্পাদক মো. রবি, দপ্তর সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ইরফান নিশাত, প্রচার সম্পাদক লোকমান সিকদার, খেলাধুলাবিষয়ক সম্পাদক মো. সালাহউদ্দিনসহ অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতি আবুল কাসেম সদস্যদের নিজ নিজ অনুদান ঘোষণার আহ্বান জানালে উপদেষ্টা খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমিন উল্লাহ এবং লোকমান সিকদার তাৎক্ষণিকভাবে অনুদান প্রদান করেন। অন্যরা শিগগিরই তাঁদের অনুদান জমা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
কর্মব্যস্ততার কারণে সভায় উপস্থিত থাকতে না পারলেও ডা. নুর মোহাম্মদ, মো. সফিউল্লাহ, মো. মুসা, মিসকাত রহমান, আনোয়ারুল ইসলাম ও মো. জামান সভার সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
সভা শেষে সভাপতি আবুল কাসেম সবাইকে ধন্যবাদ জানান। পরে সিনিয়র সহ-সভাপতি ও আহ্বায়ক আহমেদ নবী চৌধুরীর সৌজন্যে কারি ইন এ হারি রেস্টুরেন্টে এক আনন্দঘন ‘মেজজাইনা ডিনার’ এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন