শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সাবওয়ে স্টেশনে দুর্বৃত্তের হামলায় আহত বিএনপির কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান জিল্লু

শনিবার, জুলাই ১, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ট্রেন থেকে নামার সময় এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু।

বুধবার (২৮ জুন) ঈদের দিন রাতে নিজ বাসার অদূরে গ্র্যান্ড এভিনিউ সাবওয়ে স্টেশনে এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত ধাক্কা দিলে তিনি সাবওয়ের প্লাটফর্মে পড়ে যান। এসময় তিনি মাথায় ও ডান হাতে প্রচন্ড আঘাত পান। পরে তাৎক্ষনিক ৯১১ কল করার পর তাকে সাবওয়ে স্টেশন হতে অ্যাম্বুলেন্সে এলমার্ষ্ট হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ডান হাত ভেঙ্গে গেছে। আগামী ছয় সপ্তাহ বাসায় বিশ্রামে থেকে চিকিৎসা সেবা নিতে হবে। হাতের ব্যান্ডেজ ছয় সপ্তাহ পর খোলা হবে।

এদিকে পুলিশ এখনও আসামীকে ধরতে পারেনি। মূলধারার সংবাদ মাধ্যমে আসামীর ছবি প্রকাশ করে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে সহায়তা করতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে জিল্লুর রহমানের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন