বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

সারাদেশে বিএনপির জনসমাবেশ সোমবার

রবিবার, জুলাই ৩০, ২০২৩

প্রিন্ট করুন
শহীদ জিয়া ছাত্র পরিষদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই 1

সিএন প্রতিবেদন: সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী সোমবার (৩১ জুলাই) সারাদেশে জনসমাবেশের ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা রোববার কর্মসূচি ঘোষণা করতাম। আওয়ামী লীগ রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় সংঘাত এড়াতে একদিন পর কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সে জন্য আমরা আগামী সোমবার কর্মসূচি ঘোষণা করছি।

মির্জা ফখরুল বলেন, বিনা উসকানিতে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। বহু নেতা-কর্মীকে আটক করেছে। সরকার নিজেদের রক্ষার জন্য আমান উল্লাহ আমানকে ফল ও বাবু গয়েশ্বরকে দুপুরে খাওয়ানোর নাটক করেছে। বিএনপি এগুলোকে গুরুত্ব দিচ্ছে না। সরকার ভিসানীতি থেকে বাঁচতে বিএনপি নেতাদের ফল ও খাবার খাওয়ানো এবং আটকের নাটক সাজিয়েছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন