রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শিরোনাম

সিনসিনাটিতে গণগুলি, আহত ৯

সোমবার, আগস্ট ৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটির একটি বারের সামনে বন্দুক হামলায় অন্তত ৯জন আহত হয়েছেন। আহত সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

রোববার (৭ আগস্ট) ওহাইওয়ের ওভার-দ্য-রাইন শহরের মিস্টার পিটিফুলের বারের বাইরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বারের সামনে অনেক মানুষের ভিড় ছিলো। যাদের সরাতে ব্যস্ত ছিলেন পুলিশ অফিসাররা। এ সময় ভিড়ের পাশে দুই ব্যক্তি নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়৷ জড়িত দুই ব্যক্তি বন্দুক বের করে মেইন এবং উডওয়ার্ড রাস্তার সংযোগস্থলের কাছে গুলি বিনিময় করে।

এতে অন্তত নয় জন আহত হয়। যাদের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন মহিলা রয়েছে। যাদের বয়স ২৩ থেকে ৪৭ বছর।

সিনসিনাটি পুলিশের লেফটেন্যান্ট কর্নেল মাইক জন বলেছেন, বেশিরভাগ ভুক্তভোগী পায়ে আঘাত পেয়েছেন। এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল থেকে পালিয়ে আসা সন্দেহভাজন একজনকে লক্ষ্য করে গুলি চালায়। তবে রোববার সকাল পর্যন্ত কোন সন্দেহভাজনকে গ্রেফতার করা যায়নি।

সিনসিনাটির মেয়র আফতাব পুরেভাল বলেন, এটি একটি হৃদয়বিদায়ক ঘটনা। আমি আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে এতে কারো মৃত্যু হয়নি।

তিনি আরো বলেন, আমরা কখনো অপরাধকে প্রশ্রয় দিবো না। অতিদ্রুত এ ঘটনায় জড়িতদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন