মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

শিরোনাম

সিবিএনটিভি ইউএসএ এর আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার প্রথম রাউন্ড সম্পন্ন

সোমবার, এপ্রিল ১৭, ২০২৩

প্রিন্ট করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের পরিচিত গণমাধ্যম সিবিএনটিভি ইউএস এর উদ্যেগে আয়োজিত আন্তর্জাতিক তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) এই প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পবিত্র মাহে রমজানে তরুণ প্রজন্মকে কুরআন তিলাওয়াতে আরও উদ্ধুদ্ধ করতে এই আয়োজন শুরু হয়। প্রাথমিকভাবে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিবন্ধন করেন। পরে গত ১৪ এপ্রিলে অনলাইন প্লাটফর্ম গুগল মিটের। মাধ্যমে এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা জানান, প্রাথমিক পর্বে বাংলাদেশের প্রায় ১৫টি জেলা থেকে ৯০ জন রেজিস্ট্রেশন করেন। যেখান থেকে প্রথম পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে ৬০ জন অংশগ্রহণ করেন। পরে বিজ্ঞ আলেমদের বিচারে ১৫ জনকে সমাপনী পর্বের জন্য বাছাই করা হয়৷ যেখান থেকে ১০ জনকে পুরষ্কৃত করা হবে।

প্রতিযোগীতায় সুরা বাকারাহ, সুরা আলে ইমরান, সুরা নিসা, সুরা আনফাল, সুরা তাওবা, সুরা বনী ইসরাইল, সুরা ফুরকান, সুরা মূলক, সুরা ইনফিতার—এসব সূরার যে কোন ২টি থেকে কিছু আয়াত তিলাওয়াত করেন।

এতে বিচারক হিসেবে থেকে হাফেজ আব্দুল্লাহ বলেন, আমরা অসাধারণ কিছু প্রতিযোগী পেয়েছি। আমাদের দেশের ছেলে-মেয়েদের তিলাওয়াত অত্যন্ত সুন্দর। তবে অনেকের তিলাওয়াতে তাজবীদজনিত সমস্যা রয়েছে।

এই পুরো আয়োজনের গ্রান্ড স্পন্সর হিসেবে রয়েছেন এসেনসিয়াল হোম কেয়ার। এছাড়া কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টর ইনক এবং সেলএক্সেস ফোন রিফেয়ারও স্পন্সর হিসেবে রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন