মাসিয়াফ, সিরিয়া: সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়ে বলেছে, ‘সিরিয়ার মাসিয়াফ অঞ্চলে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। বাকি চারজন অজ্ঞাত সেনা।’
অবজারভেটরি আরো জানিয়েছে, রোববারের (৮ সেপ্টেম্বর) এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এছাড়া ওই এলাকার সামরিক স্থাপনাসমূহ ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘মাসিয়াফের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে ভয়াবহ ১৩টি বিস্ফোরক ছোঁড়া হয়েছে; যেখানে ইরানপন্থী গ্রুপগুলোর সদস্য ও অস্ত্র তৈরির বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।’
এর পূর্বে, হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার সংবাদে বলা হয়েছে, ‘মাসিয়াফের কাছে হামলায় পাঁচজন নিহত ও ১৯ জন আহত হয়েছে।’
গেল বছরের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনের গ্রুপ হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে সিরিয়ায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল।
সিএন/আলী
Views: 1
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন