বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সিরিয়ায় ব্যাপক বিমান হামলা যুক্তরাষ্ট্রের

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

প্রিন্ট করুন

সিরিয়া: সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্টির নয়টি স্থাপনা টার্গেট করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। সোমবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সেন্টকম বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ এএফপির।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত তাদের বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্টিগুলোর হামলার উত্তরে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, গেল ২৪ ঘণ্টায় সিরিয়ার দুইটি স্থানের নয়টি স্থাপনায় হামলা করেছে সেন্টকম।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করার অভিযানে অংশ নেয়া যুক্তরাষ্ট্র ও যৌথ বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা চালানো হয়েছে।’

যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।

গেল ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার উত্তরে এ হামলা চালানো হয়েছিল।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৯০০ ও ইরাকে আড়াই হাজার সৈন্য বর্তমানে অবস্থান করছে। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য ২০১৪ সাল থেকে এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন