মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নিল সিটিজেনস ব্যাংক

সোমবার, মার্চ ২৭, ২০২৩

প্রিন্ট করুন

সম্প্রতি চরম সংকটে পড়েছে মার্কিন ব্যাংকিং খাত। দেশটিতে বন্ধ হয়ে গেছে কয়েকটি বড় বড় ব্যাংক। আবার অনেক ব্যাংকের অবস্থাও সংকটাপন্ন। এবার বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কিনে নিয়েছে আরেক প্রতিষ্ঠান ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস ইনকরপোরেটেড। এর ফলে এসভিবি ব্যাংকের আমানতকারীরা এখন স্বয়ক্রিয়ভাবে ফার্স্ট সিটিজেনস ব্যাংকের আমানতকারী হয়ে যাবেন। সোমবার (২৭ মার্চ) এফডিআইসি এক বিজ্ঞপ্তিতে, সিলিকন ভ্যালি ব্যাংক বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আমানতে ধস নামার পর মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে গত ১০ মার্চ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ হয়ে যায়। তখন সাময়িকভাবে ব্যাংকটির দায়িত্ব নেয় মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এর পর থেকে ব্যাংকটি বিক্রির জন্য ক্রেতা খুঁজছে সংস্থাটি।

বন্ধ হওয়ার পর খুব বেশি ব্যাংক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংকটি কিনতে রাজি হচ্ছিল না। এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিল ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস ইনকরপোরেটেড। তারা প্রথমে পুরো সিলিকন ভ্যালি ব্যাংকটি কিনে নেওয়ার জন্য একটি নিলাম প্রস্তাব জমা দেয়। কিন্তু সেই উদ্যোগ ফলপ্রসূ না হওয়ায় গত সোমবার ভাগ ভাগ করে নিলামের মাধ্যমে এসভিবি বিক্রির সিদ্ধান্ত নেয় ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন। তবে এ বিষয়ে ফার্স্ট সিটিজেনস তখন এক বিবৃতিতে জানিয়েছিল, তারা ‘বাজারের গুজব বা অনুমান সম্পর্কে মন্তব্য করে না’।

রয়টার্স বলছে, ফার্স্ট সিটিজেনসের পাশাপাশি ভ্যালি ন্যাশনাল ব্যাংকও এসভিবি বিক্রির নিলামে অংশ নেয়। কিন্তু সপ্তাহ না গড়াতেই খবর এল, ফার্স্ট সিটিজেনসই এসভিবি ব্যাংক কিনে নিতে চলেছে। বিষয়টির সঙ্গে পরিচিত একজন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিলিকন ভ্যালি ব্যাংক কেনার ক্ষেত্রে ফার্স্ট সিটিজেনস শুরু থেকে আগ্রহী ছিল। গতকাল রোববার এসভিবি কেনার বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এফডিআইসি ও ফার্স্ট সিটিজেনসের মধ্যে।

প্রসঙ্গত, ফার্স্ট সিটিজেনসের কাছে প্রায় ১০ হাজার ৯০০ কোটি (১০৯ বিলিয়ন) মার্কিন ডলারের সম্পদ রয়েছে। এছাড়া মোট আমানত রয়েছে ৮ হাজার ৯৪০ কোটি (৮৯.৪ বিলিয়ন) মার্কিন ডলারের।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন