শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

সিলেটের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিউইয়র্ক প্রবাসীদের মত বিনিময়

রবিবার, অক্টোবর ১৫, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র সফররত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিউইয়র্ক প্রবাসীদের মত বিনিময় সভা হয়েছে। গেল ৪ অক্টোবর সিটির ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে সম্মিলিত আওয়ামী পরিবার যুক্তরাষ্ট্র  এ সভার করে। সভায় মত বিনিময় করেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা ও নির্বাহী সদস্য রাহাত তরফদার, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন।

সম্মিলিত আওয়ামী পরিবার যুক্তরাষ্ট্রের আহ্বায়ক মামুন আহমেদের ও সভাপতিত্বে সভার সার্বিক তত্বাধানে ছিলেন যুগ্ম আহ্বায়ক বিলাল ইসলাম ও সদস্য সচিব মো. রেজাউল হক রুহেল।

যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আবু লেইস চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সিলেট এমসি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস সাখাওয়াত আলী, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শেখ মখলু মিয়া, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমদ টুটুল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দুরুদ মিয়া রনেল, শাহ সেলিম, কুমিল্লা সমিতির সভাপতি মিয়া মো. দাউদ, কমিউনিটি নেতা জুনেদ চৌধুরী, শামীম আহমেদ, আওয়ামী লীগের নেতা শ্যামল কান্তি চন্দ, মো. নূর উদ্দিন মজুমদার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, শাহীন কামালী, সিনিয়র সিটিজেন এসোসিয়েশনির সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু।

সভায় কানেক্টিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন চৌধুরী, কমিউনিটির নেতা তজুমল হুসেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজা, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, কবি আবু তাহের চৌধুরী, ব্রঙ্কস আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরান খন্দকার, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী বেলাল, যুবলীগ নেতা মাহমুদুর রহমান, রবিউল ইসলাম।

সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ মিয়া, গীতা পড়েন অসিম চৌধুরী।

সভায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। গোল্ডেন প্যালেসের কর্ণধার বিলাল ইসলাম ও ব্রঙ্কস আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল হক রুহেল ফুল দিয়ে অতিথিদের বরণ করেন।

সভায় বক্তারা বলেন, ‘শেখ হাসিনাকে ফের সরকার গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। সিলেট এক আসনে যে দল জয়ী হয়, সে দলই সরকার গঠন করে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সরকার গঠন করতে হলে সিলেট এক আসনে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনকে জয়ী করতে হবে।

সভায় বক্তারা সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসী হয়রানির অভিযোগ তুলে তার প্রতিকারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

সভার শেষ পর্বে গান করেন প্রবাসের সংগীতশিল্পী কৃষ্ণা তিথী ও সৈয়দ কামরুজ্জামান ফয়েজ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন