শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

শিরোনাম

সীমান্তে বিজিবি সদস্যকে গুলি করে হত্যা করল বিএসএফ

মঙ্গলবার, জানুয়ারী ২৩, ২০২৪

প্রিন্ট করুন
ভারতে মাছ রপ্তানির ট্রাক তল্লাশির ঘটনায় বিজিবি কাস্টমসে উত্তেজনা 1

সিএন প্রতিবেদন: বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফ এক এক বাংলাদেশি সীমান্ত রক্ষীকে গুলি করে হত্যা করেছে। নিহত বিজিবি সদস্য নিজেকে সীমান্ত পরিচয় দিলেও শুনেনি বিএসএফ।

সোমবার (২২ জানুয়ার) বেনাপোলের ধান্যখোলা সীমান্তে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত বিজিবি সদস্যের নাম রইস উদ্দীন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থল জেলেপাড়া ক্যাম্পে গেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম আঞ্চলিক কমান্ডার ও যশোর ব্যাটালিয়নের সিইও লেফটেন্যান্ট কর্নেল জামিল। তিনি বলেন, “আপাতত কোনো তথ্য জানাতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে।”

জানা গেছে, ভারতের সুটিয়া ও বাংলাদেশের ধান্যখোলা সীমান্ত দিয়ে ভোরে চোরাকারবারিরা গরু আনছিল। বিএসএফ তাদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এসময় রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে এগিয়ে যান। ঘটনার সময় তিনি সাধারণ পোশাকে ছিলেন।

তিনি বিএসএসকে নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। এরপরেও তাকে গুলি করে বিএসএফ সদস্যরা। আহত রইসকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যায় বিএসএফ। ঘটনার সময় ৮ থেকে ১০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন স্থানীয়রা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন