সীমান্তে পুশ ইন প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সীমান্ত দিয়ে ভারত তাদের এজেন্টদের ও সাধারণ নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা তাদের একটা ষড়যন্ত্র। শুধু বিজিবি না, আপনারা সবাই সীমান্তের একেকজন সীমান্তরক্ষী। যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে। কোনো আপস নয়, সর্বদা লড়াই চলবে।
বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড়ে আয়োজিত পথসভায় দেওয়া বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘যত দিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে, তত দিন সেদিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। দেশটি (ভারত) যদি সম্পর্ক ভালো করতে চায়, তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।’
এনসিপি নেতা বলেন, ‘এই বাংলাদেশ শুধু ভারত নয়, পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ না। প্রয়োজনে আরও জীবন দেব, রক্ত দেব; কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। নিজের দেশ নিজের মা। ফলে দেশকে নিজের বুক দিয়ে আগলে রাখতে হবে।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন