শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

সুইডেনে এবার ‘তোরাহ’ ও ‘বাইবেল’ পোড়ানোর অনুমতি

শনিবার, জুলাই ১৫, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সুইডেনে এবার ইসরায়েলি দূতাবাসের সামনে ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ তোরাহ (তাওরাত) পোড়ানোর অনুমতি দিয়েছে দেশটির পুলিশ। একই জায়গায় তোরাহের সাথে বাইবেলও পোড়াবে একটা সংস্থা।

শনিবার (১৫ জুলাই) সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর জের ধরে এবার তোরাহ ও বাইবেল পোড়ানোর পাল্টা কর্মসূচি দিয়েছে একটি সংস্থা। যদিও সংস্থাটির ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি চেয়ে পুলিশের কাছে করা আবেদনে উল্লেখ করা হয়েছে, কোরআন পোড়ানোর প্রতিবাদেই তাঁরা শনিবার বিক্ষোভ কর্মসূচিতে তোরাহ ও বাইবেল পুড়িয়ে দেবেন। বিষয়টিকে আবেদনকারীরা তাঁদের মত প্রকাশের স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছেন।

তবে অনুমতি দেওয়ার বিষয়ে স্টকহোম পুলিশ বলেছে, সুইডিশ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই জনগণকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, সে সময় পরিচালিত কার্যকলাপের জন্য নয়।

এদিকে শুক্রবার (১৪ জুলাই) তোরাহ পোড়ানোর অনুমতি দেওয়ায় ইসরায়েলসহ বিভিন্ন ইহুদি সংগঠন নিন্দা জানানোর পাশাপাশি ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন