সিএন প্রতিবেদন: সুদানে কর্মরত কূটনীতিক ও তাদের পারিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ৬টি মার্কিন বিমানে করে দেশটির কূটনীতিকরা সুদান ছাড়েন।
রোববার (২৩ এপ্রিল) সকালে সুদানের আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস- আরএসএফ এ তথ্য নিশ্চিত করেছে।
সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী আরএসএফের ক্ষমতার দ্বন্দ্ব-সংঘাতের মধ্যে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার পর শনিবার তাদের সব কূটনীতিক ও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ছাড়াও অন্য দেশের নাগরিকরা শনিবার রাজধানী খার্তুম থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত লোহিত সাগরের একটি বন্দর দিয়ে সুদান ছেড়েছেন। সৌদি আরবের সহযোগিতায় লোহিত সাগরের বন্দর দিয়ে সুদান থেকে পালাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ।
সুদানে গত ১৫ এপ্রিল থেকে সেনাবাহিনী এবং প্যারা-মিলিটারি বাহিনী আরএসএফ মধ্যে লড়াই চলছে। রাজধানী খার্তুমের পরিস্থিতি এখন সবচেয়ে ভয়াবহ।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন