মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

শিরোনাম

সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন বাইডেন

শনিবার, এপ্রিল ২২, ২০২৩

প্রিন্ট করুন
আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি ৩১ আগস্ট বাইডেন

সিএন প্রতিবেদন: চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সফরকালে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তা জানা যায়নি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাইডেন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রতিনিধি ডোনাল্ড লু।

তিনি বলেন, আমাদের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ভাবছেন। জি-২০ নেতাদের সম্মেলনের অংশ হিসেবে এটি হবে ভারতে তাঁর প্রথম সফর। আগামী কয়েক মাসে কী হতে যাচ্ছে, তা নিয়ে আমরা সত্যিকার অর্থে উত্তেজনার মধ্যে আছি। নতুন এ বছরটির তিন মাসের সামান্য কিছু বেশি সময় আমরা পার করেছি। ইতিমধ্যে কয়েকটি দারুণ বিষয় ঘটে গেছে।

তিনি আরও বলেন, ২০২৩ সালটি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি ‘উল্লেখযোগ্য বছর’ হতে যাচ্ছে।

এদিকে বাইডেনের সফর নিয়ে যুক্তরাষ্ট্র কিছু না জানালেও এই সফর যে কতটুকু গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। বাইডেনের এই সফর এশিয়ায় চীন ও রাশিয়ার একক আধিপত্য রোধে ভারতকে সমর্থনের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন