সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

সোনার ৩০ বারসহ সৌদি প্রবাসী ও বিমান কর্মী আটক

শুক্রবার, জানুয়ারী ২৮, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ৩০ পিস সোনার বারসহ আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ও এক বিমানকর্মীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হল বিমানের সিকিউরিটি গার্ড ইব্রাহীম খলিল ও স্বর্ণের বার আনা যাত্রী কামাল উদ্দীন (৩৮)।

কামাল সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৪০ ফ্লাইটে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় দেশে আসেন।  

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় একজন লোককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ওই ব্যক্তি নিজেকে বিমানের সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দেন। তবে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তার ডিউটি ছিল না। গায়ে কোন ইউনিফর্ম ও সাথে আইডি কার্ড না ও ডিউটি না থাকার পরও এয়ারপোর্টে এসে ঘোরাফেরা করায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে এপিবিএনের কার্যালয়ে নেয়া হয়। সেখানে তল­াশি করে তার পকেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। কামাল নামে একজন যাত্রী তাকে বোর্ডিং ব্রিজ এলাকায় স্বর্ণের বারগুলো দেন। বারগুলো নিরাপদে পৌঁছে দিতে পারলে তিনি প্রতিটি বারের জন্য সাড় ছয় হাজার করে মোট এক লাখ ৯৫ হাজার টাকা পেতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ইব্রাহীম খলিল।’

জিয়াউল হক জানান, ইব্রাহীমের দেয়া তথ্য অনুযায়ী লাগেজ বেল্টের সামনে অবস্থান নেয় এপিবিএনের সদস্যরা। এ সময় লাগেজ নিতে আসলে কামালকে আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন