সিএন প্রতিবেদন: বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে দর্শকরা সশরীরে অংশ নিয়ে সোলসের তারকা শিল্পীদের গান উপভোগ করতে পারবেন।
মঙ্গলবার (১৪ মে) মিট দ্য প্রেস অনুষ্ঠানে ব্রান্ডটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
মিট দ্য প্রেসে জানানো হয়, আগামী ২ জুন মেরী লুইস একাডেমি হলে (১৭৬-২১ ওয়েস্কফোর্ড ট্যারেস, জ্যামাইকা স্টেটে নিউইয়র্ক-১১৪৩২) এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১১ পর্যন্ত সোলস তারকাগণ দর্শকদের মাতিয়ে রাখবে।
নিউইয়র্কে বর্ণিল এই আয়োজনের উদ্যেক্তা হচ্ছেন দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট। আমেরিকায় সোলসের এটি হবে সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন। অতীত অভিজ্ঞতা দিয়ে অগণিত দর্শক এবং সোলসের তারকাদের এক মিলনমেলা উপহার দেওয়া হবে।
এবারের এই বিশাল আয়োজনে স্পন্সর হিসেবে থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার, রিভারটেল, রিয়েল ইস্টেট ইনভেস্টার নুরুল আজিম, উৎসব ডট কম, এথনিক ফুড (মাছওয়ালা), খলিল বিড়িয়ানি, সেলাক্স, ফেউমা, এলেক্সো লাইফ স্টাইল, ফ্লিক্সা ও সেভ দা স্মাইল। মিডিয়া প্লাটফর্ম সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক ঠিকানা এবং আরটিভি।
রিজার্ভেশনসহ যে কোন প্রয়োজনে এই নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। ৯২৯-৫৩৮-৭৯০৩, ৫১৬-২৬৩-৩৫৬৯।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন