বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

শিরোনাম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি ওমরাহ যাত্রীর সংখ্যা বেড়ে ১৩

বুধবার, মার্চ ২৯, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ওমরাহ যাত্রীদের মধ্যে অন্তত ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন আরও ১৭ জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (২৭ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি একটি সেতুর রেলিং ভেঙে উল্টে নিচে পড়ে গিয়ে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আওয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদনগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের কালু মিয়ার ছেলে রুক মিয়া, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার দেবীদ্বারের গিয়াস হামিদ, যশোরের কাওসার মিয়ার ছেলে মোহাম্মদ নাজমুল, যশোর ইস্কান্দারের ছেলে রনি ও কক্সবাজারের মোহাম্মদ হোসেন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক কর্মকর্তা জানান, বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন, যাঁরা ওমরাহ করতে মক্কা যাচ্ছিলেন। আর যাত্রীদের অধিকাংশই ছিলেন বাংলাদেশের নাগরিক।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন