শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

শিরোনাম

সৌদি থেকে মসজিদ নয় স্কুল-হাসপাতাল চাইলেন ত্রাওরে

রবিবার, মার্চ ২৩, ২০২৫

প্রিন্ট করুন

সৌদি আরবের ২০০ মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজ দেশের জন্য আরও স্কুল, হাসপাতাল চেয়েছেনে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে।

সৌদি প্রস্তাব প্রত্যাখ্যান করে ত্রাওরে স্পষ্ট করেছেন, তার প্রশাসনের অগ্রাধিকার হলো শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। তিনি মনে করেন, এগুলোই বুর্কিনা ফাসোর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

প্রেসিডেন্ট ত্রাওরে জানিয়েছেন, বুর্কিনা ফাসোতে অনেক মসজিদ আছে, যার অনেকগুলোই পুরোপুরি ব্যবহার হয় না।

তিনি ব্যাখ্যা করেন, দেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন, যা দেশের সার্বিক অগ্রগতিতে সহায়তা করবে।

এটি ইব্রাহিম ত্রাহরের বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার অংশ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দেশের জনসেবা ও অবকাঠামো উন্নয়নে মনোযোগী হয়েছেন। তার সরকার সরকারি প্রকল্প ব্যবস্থাপনায় সংস্কার এনেছে, যেখানে গৃহায়ন মন্ত্রণালয় এখন সম্পূর্ণ নির্মাণ প্রক্রিয়ার তদারকি করছে, যাতে নিরাপত্তা, পরিবেশ ও কারিগরি মান বজায় থাকে।

শুধু অবকাঠামো নয়, ত্রাওরে গৃহসংকট মোকাবিলায়ও পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে নিরাপত্তাজনিত কারণে বাস্তুচ্যুতদের জন্য ২০২৪ সালের ১২ জুলাই তিনি ১ হাজারটি সামাজিক বাসস্থান নির্মাণ প্রকল্প ঘোষণা করেন। তার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্রতিটি বুর্কিনাবেকে আবাসন সুবিধা দেওয়া।

অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ গ্রহণও প্রত্যাখ্যান করেছেন। বরং, দেশীয় সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি কৃষি, স্থানীয় শিল্প ও টেকসই উন্নয়নের ওপর জোর দিচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন