মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

শিরোনাম

স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজেকেও গুলি, নিউ জার্সিতে নিহত ৪

সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একই পরিবারের ৪ সদস্য নিহতের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তারা সবাই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর এই কাজে ব্যবহার করা হয় বন্দুক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) লিন্ডেনের চ্যাথাম প্লেসের কাছে সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তারা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন কিশোরী মেয়েসহ দুই বাবা-মাকে মৃত অবস্থায় দেখতে পায়। একটি কিশোর ছেলে গুরুতর অবস্থায় ছিল, কিন্তু কয়েক ঘন্টা পরে তিনি হাসপাতালে মারা যান।

দিগনা আলভারেজ নামে এক প্রতিবেশী জানান, তিনি একটি শিশুর চিৎকার শুনতে পান। তিনি শুনেছে কেউ চিৎকার করছে, কিন্তু ভাবছিল কেউ কুকুরের সাথে খেলছে।

আরেক প্রতিবেশী রোমান জাইগাড্রো বলেন, কিশোরী মেয়েটি তার ছাত্রী।নতারা একটি খুব সুন্দর পরিবার ছিল, ভাল প্রতিবেশী ছিল।

প্রতিবেশীরা বলছেন, ২০০৭ সালে নিহত দম্পতি এখানে এসে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান ছিল। কখনও কোন সমস্যা, কোন মারামারি ছিল না। তারা খুব সুন্দর মানুষ ছিলো, সাহায্যের প্রয়োজন হলে এগিয়ে আসতো।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। নিহত সন্তানদের বাবাই বন্দুকধারী, সে নিহতদের মধ্যে রয়েছে বলেও ধারণা করছে পুলিশ। তবে বিস্তারিত ঘটনা তদন্তে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন