বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

স্বদেশ আবৃত্তি সংগঠনের কথামালা ও আবৃত্তি অনুষ্ঠান ‘একুশ আমার অহংকার’

রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে ‘একুশ আমার অহংকার’ শিরোনামে কথামালা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহাম্মেদ। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও মমতার
প্রধান নির্বাহী রফিক আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক দেবদুলাল ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন মমতার নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক নাট্যজন মনসুর মাসুদ, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আবদৃল হালিম দোভাষ, সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি আব্দুল কাদের আরাফাত।

আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মো. মসরুর হোসেন, দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি বনকুসুম বড়ুয়া, ঢাকার বাংলা আমার এর সভাপতি মেহেদী হাসান আকাশ, চট্টলা আবৃত্তি একাডেমীর সভাপতি সুপ্রিয়া চৌধুরী, অঙ্গণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি অঙ্গণের আবৃত্তি পরিচালক সঞ্জয় কুমার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবত্তি মঞ্চের সদস্য ইসরাত জাহান রুপা, প্রমিতি সাংস্কৃতিক একাডেমির সদস্য অন্নি রাহা।

আবৃত্তি করেন স্বদেশের সদস্য আফিয়া হাসান মিরা, নাসির, সবুজ, রেশমা, পান্না, সারা, অর্থি, তাহিয়া, পরশ, আবিয়ান, তাসিমুল, নায়রা, নাওয়াল, নিয়ন্তা, অদ্রিকা, হুমায়রা, ইসরাত কবির, সামারা, নাফি, মোরশেদ, হুমায়রা, নিঝুম।

সঞ্চালনা করেন নাছির আহমেদ, মৌসুমী সুলতানা, রেশমা আক্তার। দলীয় আবৃত্তি করবেন স্বদেশ আবৃত্তি সংগঠনের শিল্পীরা।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন