বরিশাল : বরিশালে বিশ্ব মা দিবস উপলক্ষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের স্বপ্নজয়ী মা ফিরোজা হায়দার ও উপ-পরিচালক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানমের মা হালিমা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
রোববার (৮ মে) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের মা ফিরোজা হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পিতা প্রফেসর আলী হায়দার, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি শাহ্ সাজেদা, উপ-পরিচালক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ প্রমুখ।
তুহিন/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন