শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

স্বাধীন ফিলিস্তিনের অধিকারকে সমর্থন করে ভারত

শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: দখলদার ইসরায়েলের সাথে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যে স্বাধীন ফিলিস্তিনের অধিকারকে সমর্থন করে বিবৃতি দিয়েছে ভারত। যুদ্ধ শুরু হওয়ার সাতদিন পর দেশটি তাদের অবস্থান পরিষ্কার করল।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে ভারতের অবস্থান জানান। এর আগ যুদ্ধের প্রথম দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের প্রতি সমর্থন জানানোর বিষয়র ইঙ্গিত দেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে আমাদের নীতি অনেক পুরোনো এবং আমরা সব সময় একই অবস্থান ব্যক্ত করেছি। ভারত সব সময় ইসরায়েলের পাশাপাশি নিরাপদ ও স্বীকৃত সীমানার মধ্যে বসবাসকারী ফিলিস্তিনিদের একটি সার্বভৌম, স্বাধীন ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরাসরি আলোচনা আবারও চালু করার পক্ষে।’

হামলার পরদিন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি জানান, তিনি ইসরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে শোকাহত। তিনি বলেন, ‘এই হামলার নিরপরাধ ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা ও সহমর্মিতা। এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছি।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন