ঢাকা: অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থতা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১০ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাস্থ্য খাতে সর্বব্যাপী দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকারে পৌঁছেছে। এ বছর অতীতের সব রেকর্ড ভেঙেছে ডেঙ্গু পরিস্থিতি।’
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘ডেঙ্গুজনিত মৃত্যু দীর্ঘ দিন ধরে মিডিয়ার প্রধান শিরোনাম হয়ে উঠেছে। কারণ, প্রতিদিনই গড়ে প্রায় ২০ জন করে মানুষ মারা যাচ্ছেন।’
ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) অনুসারে, চলতি বছরে শনিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে ও চলতি বছরের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৪৫ হাজার ৩৩৫ জন।
এ দিকে, শুধু আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৩৪২ জন ও আক্রান্ত হয়েছেন মোট ৭১ হাজার ৯৭৬ জন।
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন