শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

হজের নিয়ম ভাঙলে ১৫ লাখ টাকা জরিমানা

শনিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: পবিত্র হজের নিয়ম ভাঙলে প্রায় ১৫ লাখ টাকা সমপরিমাণ জরিমানার বিধান রেখে নতুন আইন প্রণয়ন করেছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন আইন অনুযায়ী সৌদি আরবের বাসিন্দা এবং পর্যটকেরা যদি প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজের কার্যক্রম পালন করেন তবে তাদের বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ জরিমানা গুনতে হবে। একই সঙ্গে কারাদণ্ডও ভোগ করতে হবে।

জানা যায়, ২০২৪ সালের হজ মৌসুমে প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো সৌদি নাগরিক বা দেশটিতে বসবাসকারী কোনো ব্যক্তি এবং পর্যটকেরা যদি হজ কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে তাদের ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৬৩ হাজার টাকারও বেশি।

সৌদি আরবের জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্টের সহায়তায় সৌদি আরবের হজ কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। মূলত, হজ ব্যবস্থাপনা মসৃণ করতে এবং নিয়মকানুনকে কঠোরভাবে প্রয়োগ করার লক্ষ্যেই এই জরিমানা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন