বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

হঠাৎ ‘গোপন’ সফরে ইউক্রেন গেলেন বাইডেন

সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ হামলার এক বছর হওয়ার কয়েকদিন আগে বাইডেনের এমন সফর নিয়ে চলছে নানা গুঞ্জন। যদিও নিরাপত্তার স্বার্থে বাইডেনের এ সফর সম্পর্কে পূর্ব ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এমন সময় বাইডেনের ইউক্রেন সফর বিশেষ তাৎপর্য বহন করে।

জানা যায়, পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে ইউক্রেন পৌঁছান বাইডেন। দেশের ক্রান্তিলগ্নে ইউক্রেন সফরে গিয়ে নাগরিকদের প্রশংসা কুড়াচ্ছেন জো বাইডেন। অন্যদিকে সামরিক অভিজ্ঞতা না থাকার পরই যুদ্ধে নেমে যাওয়ায় তাদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন জো বাইডেন।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন