বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

হঠাৎ ছুটিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত

রবিবার, নভেম্বর ২৬, ২০২৩

প্রিন্ট করুন
রাষ্ট্রদূত

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান হঠাৎ করে অনির্দিষ্টকালের ছুটিতে গেছেন। বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট করে জানা যায়নি। তবে নির্বাচন নিয়ে দুই দেশের মধ্যে চলমান টানপোড়নের মধ্যে হঠাৎ রাষ্ট্রদূতের ছুটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ও যুক্তরাষ্ট্রের একাধিক কূটনৈতিক সূত্র বাংলাদেশি দূতের ছুটিতে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, রাষ্ট্রদূত গত ২২শে নভেম্বর থেকে তিনি যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করছেন। তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং সরকারের অনুমোদন সাপেক্ষেই রাষ্ট্রদূত ছুটিতে রয়েছেন। কিন্তু তার বর্তমান অবস্থান কোথায়? সে বিষয়ে কেউ মুখ খুলতে রাজি হননি। তবে রাষ্ট্রদূত প্রায় এক মাসের ছুটিতে গেছেন বলে নিশ্চিত করেছে সূত্র। তিনি বর্তমানে তৃতীয় একটি মহাদেশে অবস্থান করছেন। যেখানে তার সন্তান এবং পরিবারের সদস্যরা রয়েছেন। সেখান থেকে তার ঢাকায় ফেরার কথা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন