মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

হাইতিতে সন্তানসহ মার্কিন নার্স অপহৃত

রবিবার, জুলাই ৩০, ২০২৩

প্রিন্ট করুন

পোর্ট অ প্রিন্স, হাইতি: যুক্তরাষ্ট্রের এক নার্সকে সন্তানসহ দ্বীপরাষ্ট্র হাইতিতে অপহরণ করা হয়েছে। দেশটির একটি ধর্মভিত্তিক মানবিক সহায়তা সংস্থা শনিবার (২৯ জুলুাই) এ তথ্য দিয়েছে। এল রিও হাইতি নামের সংস্থাটি তাদের ওয়েবসাইটে বিবৃতিতে জানায়, তাদের সংস্থার এক চিকিৎসকের স্ত্রীকে সন্তানসহ অপহরণ করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকালে হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের অদূরে সংস্থাটি থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত ওই নার্সের নাম অ্যালিক্স ডরসেইনভিল। তিনি হলেন এল রিও হাইতির পরিচালক স্যান্ড্রো ডরসেইনভিলের স্ত্রী। তবে, এর বাইরে বিস্তারিত কিছু জানানো হয়নি। অপহৃত শিশুটি ছেলে নাকি মেয়ে, তা–ও জানানো হয়নি বিবৃতিতে।

হাইতিতে মার্কিন দুই নাগরিক অপহরণের বিষয়টি জানেন উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, তারা এ বিষয়ে হাইতি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন