চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা অ্যাডিসন বেথিয়া একটি জনপ্রিয় বিচে সাঁতার কাটতে গেলে সম্মুখীন হোন হাঙ্গরের। বার বার চেষ্টা করেও কিছুতেই সে হাঙ্গর থেকে ছাড় পাচ্ছিলো না। পরে তার ভাইয়ের বুদ্ধিমত্তা ও লড়াইয়ে সে বেঁচে ফিরে।
জানা গেছে, সমুদ্র সৈকতে সাঁতার কাটছিলেন ওই তরুণী। হঠাৎ একটি হাঙর তার পা কামড়ে ধরে। এ সময় অ্যাডিসনের সঙ্গে তার ভাই রেট উইলিংহামের ছিলেন। রেট একজন অগ্নিনির্বাপক কর্মী। তিনি আক্ষরিক অর্থে হাঙ্গরের সঙ্গে লড়াই বোনকে ছিনিয়ে নিয়ে তাকে একটি অচেনা ব্যক্তির নিকটবর্তী নৌকায় তোলেন।
ওই তরুণীর তার শেন বেথিয়া জানিয়েছেন, রেট হাঙ্গরের সাথে লড়াই করে বোনকে উদ্ধার করে। এসময় সে ঘুসি মারে। বর্তমানে পায়ে মারাত্মক ক্ষত নিয়ে অ্যাডিসন চিকিৎসাধীন রয়েছেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন