শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

হামাসের হামলায় ইসরায়েলি ৬ কমান্ডো গুরুতর আহত

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

প্রিন্ট করুন
গাজা
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ইহুদি ভয়েস ফর পিসের বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

সিএন প্রতিবেদন: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের ৬ কমান্ডো সেনা গুরুতর আহত হয়েছেন। একই হামলায় এক সেনার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস অ্যালন কুদ্রিয়াসোভ (২১)। তিনি ইগোজ কমান্ডো ইউনিটের সেনা ছিলেন। ছয়জন গুরুতর আহত এবং একজন নিহত হওয়ার পাশাপাশি আরও ৯ সেনা সামান্য আহত হয়েছেন।

এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আহত কমান্ডোরা গাজার দক্ষিণাঞ্চলের একটি বাড়ির ভেতর অবস্থান নিয়েছিলেন। তখন তাদের লক্ষ্য করে আরপিজি ছোড়েন হামাসের যোদ্ধারা। এতে এক সেনা নিহত হন এবং ১৬ জন আহত হন। যার মধ্যে ৬ কমান্ডো গুরুতর আহত হন। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন