শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

হারলেমের অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে মহিলার মৃত্যু

সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের হারলেমে একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাহত অবস্থায় এক মহিলাকে হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) অ্যাডাম ক্লেটন পাওয়েল বুলেভার্ডে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ভিতর এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এদিন বিকেল ৬টা নাগাদ একটি জরুরি সেবার কল পায়। আর সেই কলে সাড়া দিতে গিয়ে ওই মহিলাকে জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত এনওয়াইসি স্বাস্থ্য ও হাসপাতাল হারলেমে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় বর্তমানে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তাছাড়া ঘটনাটি তদন্তাধীন রয়েছে। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন