বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

শিরোনাম

১ টাকা পারিশ্রমিক নিয়ে ব্যাখা দিলেন আরেফিন শুভ

বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

প্রিন্ট করুন

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালে। এতে নাম ভূমিকায় অভিনয় করেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। এই সিনেমার জন্য তিনি পরিশ্রমিক নেন মাত্র এক টাকা। বিষয়টি নিয়ে সে সময়ও ব্যাপক আলোচনায় ওঠে এসেছিলেন এ নায়ক। শুধু তাই নয়, এক টাকা পারিশ্রমিকের বিপরীতে পূর্বাচলে রাজউকের প্লট নেওয়ার বিষয়টি নিয়ে কথা ওঠে বিভিন্ন মহলে।সমকালকে দেওয়া এক স্বাক্ষৎকারে এই দুই বিষয় নিয়ে কথা বলেছেন শুভ।

আরিফিন শুভ বলেন, “আশ্চর্য লাগে এই সমালোচনা শুনে মাঝে মাঝে মনে হয়– আমি বুঝি পারিশ্রমিক না নিয়ে কোনো বড় অপরাধ করে ফেলেছি! চুরি করিনি, দুর্নীতি করিনি, দেশের ক্ষতি করিনি। তাহলে কিসের ভিত্তিতে আমাকে ঘিরে এই একতরফা সমালোচনা? আমি যদি বাইরে ১০০ টাকায় কাজ করে এখানে ১০ হাজার টাকা দাবি করতাম–তখন অন্তত সমালোচনার একটা ভিত্তি থাকত। নিজের শ্রমের দাম কি কেউ নিজে ঠিক করে না? আপনিও কি নিজের পছন্দমতো বেতনে চাকরি করছেন না? আর এটাই প্রথম না– কাজের ক্ষেত্রে টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেইনি, আমার কাছে গুরুত্ব পায় টিম, গল্প এসবই। সবশেষ ‘উনিশ ২০’-এর কথাই ধরুন, যেভাবে চুক্তি হয়েছিল, পুরো টাকা নেইনি। চাইলে প্রযোজকের কাছ থেকে শুনতে পারেন।”

ওই সিনেমায় ১ টাকা পারিশ্রমিকের জন্য গেল সরকার আপনাকে পূর্বাচলে জমি উপহার পেয়েছেন- এমন প্রশ্নে উত্তরে শুভ বলেন, “১ টাকার পারিশ্রমিক আর পূর্বাচলের জমি– এই দুই বিষয়ে যে মুখরোচক গল্পটা ছড়ানো হয়েছে, সেটা যতটা শোনা যাচ্ছে, বাস্তবতা থেকে ঠিক ততটাই দূরে। ফেসবুকে তো যা খুশি বলা যায়– প্রমাণ লাগে না, দায়ও নিতে হয় না।”

শুভ বলেন, “রাজউকের ওয়েবসাইটে গেলে একদম স্পষ্ট দেখা যায়– জমি কীভাবে বরাদ্দ দেওয়া হয়। ‘শিল্পী কোটায়’ এর আগেও ১৫১ জন শিল্পী প্লট পেয়েছেন– তাদের তো কেউ ‘মুজিব’ সিনেমায় ছিলেন না, কেউ ১ টাকা পারিশ্রমিক নেননি। তাহলে? আর আমি কি প্রথম শিল্পী, যিনি রাজউকের জমি পেয়েছি?”

তিনি আরও বলেন, “আমি নিয়ম মেনে আবেদন করেছি, সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করেছি– যেমন বাকিরাও করেছেন। কিন্তু আমার ক্ষেত্রেই গল্পটা অন্যরকমভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন সিনেমা আর জমি কোনো লেনদেনের অংশ! আসলে উদ্দেশ্য পরিষ্কার– তথ্য তুলে ধরা নয়, জনমনে বিভ্রান্তি ছড়ানো। আর বিভ্রান্তি তৈরির জন্য সত্যের চেয়ে মিথ্যাটা বেশি কার্যকর।”

এবার ঈদে মুক্তি পাচ্ছে অরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নীলচক্র’। সিনেমাটি নিয়ে শুভ বলেন, “এই গল্প এখনকার। ইন্টারনেট যুগে একটা অসাবধান ক্লিক পুরো জীবন বদলে দিতে পারে– এটাই দেখানো হয়েছে। সাহসী বলেই করেছি, দরকারি বলেই করেছি। অভিভাবক হোন বা তরুণ– যারা অনলাইনে থাকেন, সবারই দেখা উচিত। চোখ বন্ধ রাখলে বিপদ থেমে থাকে না।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন