শনিবার, ১৯ জুলাই ২০২৫

শিরোনাম

২৪ কিংবা ২৬ ফেব্রুয়ারি হচ্ছে নতুন দলের নাম ঘোষণা, থাকছে নানা চমক

শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন দলের শীর্ষস্থানীয় পদগুলোয় কারা আসছেন, এ বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। শীর্ষ পদের সবাই জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নেতৃত্বে দেওয়া পরিচিত মুখ। তালিকা চূড়ান্তে শেষ মুহূর্তে তোড়জোড় চলছে। আজকালের মধ্যেই চূড়ান্ত হতে পারে দলের নাম। এর পরই দলের নাম ঘোষণা করা হচ্ছে।

আনুষ্ঠানিক আত্মপ্রকাশের তারিখ চূড়ান্ত না হলেও ২৪ ফেব্রুয়ারি সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি বুঝে দুদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারিও হতে পারে অনুষ্ঠান। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে এদিন সারাদেশ থেকে কর্মী-সমর্থকরা ঢাকায় আসবেন। সুশৃঙ্খলভাবে দল গঠনের কার্যক্রম শেষ করতে গঠন করা হয়েছে বিভিন্ন কমিটি-উপকমিটি। একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নতুন রাজনৈতিক দলে কারা শীর্ষ নেতৃত্বে থাকবেন, তা নিয়ে সংগঠনের ভেতর-বাইরে শেষ মুহূর্তের বিশ্লেষণ চলছে। নেতৃত্ব নির্ধারণ করতে ব্যস্ত সময় পার করছেন দায়িত্বশীল নেতারা। জানা যায়, নতুন রাজনৈতিক দলের শীর্ষ দুটি পদ চূড়ান্ত হয়েছে আগেই। এর মধ্যে আহ্বায়ক হিসাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের থাকা প্রায় নিশ্চিত এবং সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন থাকতে পারেন। ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাকি পদগুলোও প্রায় চূড়ান্ত।

নতুন দলের যুগ্ম-আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব অনিক রায়।

যুগ্ম সদস্য-সচিব পদে আরও দায়িত্ব পেতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নতুন দলের মুখপাত্র হিসাবে দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম দলের মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পেতে পারেন। একই সঙ্গে জুলাই-আগস্টে নেতৃত্ব দেওয়া আরও অনেকে নতুন দলের গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলেন জানা গেছে। তবে পদগুলো নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়গুলো নিয়ে দলের ভেতরে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন