শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

২-৩ মাসের মধ্যে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, জানালেন শীর্ষ নেতারা

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: আওয়ামী লীগ আগামী ২/৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তবে সেটি কীভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দেননি তারা।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ হাসিনা সেখানে ‘দিকনির্দেশনামূলক’ ভাষণ দেবেন এবং উদ্যোগটি সফল হলে এটিই হবে শেখ হাসিনার সঙ্গে তাঁর নেতাকর্মীদের প্রথম বৈঠক।

যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনাসহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন।
তিনি বলেন, দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের। সব প্রতিকূলতা মোকাবিলা করেই আমরা ঘুরে দাঁড়াব। লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনেও যাব। এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরীন বলছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই। সে কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করতেই পারেন।

তিনি বলেন, এমন বৈঠক হলে সেটি হয়তো হবে দলটিকে টিকিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবে একটি রাজনৈতিক কৌশল। তবে দেখার বিষয় হবে সে বৈঠকে শেখ হাসিনা কী বার্তা দেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। একই সাথে আত্মগোপনে চলে যান দলটির শীর্ষ নেতারা। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত দলটির প্রকাশ্যে কোন কার্যক্রম চোখে পড়েনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন