শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

৪৭ ফিলিস্তিনিকে হত্যা করে চার জিম্মিকে উদ্ধার করল ইসরায়েল

শনিবার, জুন ৮, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: গাজায় আট মাস ধরে বর্বরতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী ক্যাম্পের দুটি ভবন থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছে দখলদার ইসরায়েলের সেনারা।

শনিবার (৮ জুন) দিনের বেলা জিম্মিদের উদ্ধারে অভিযান চালায় তারা। তবে চার জিম্মিকে উদ্ধার করার সময় অন্তত ৪৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ইমরান খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন, জিম্মিদের উদ্ধারে চালানো এই অভিযান ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি সফল অভিযান হিসেবে গন্য হবে না।

তিনি আরও বলেছেন, উদ্ধার অভিযানে ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র অথবা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কোনো কথাই বলেননি।

এছাড়া জল, স্থল ও আকাশ থেকে চালানো এই হামলায় কতজন আহত হয়েছেন সেটিরও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। অভিযানটিতে একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও ব্যবহার করা হয়।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন