শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শিরোনাম

৫ মাসে চসিক মেয়র শাহাদাতের চমক: বন্দর থেকে আদায় করলেন পুরো পৌরকর

বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের দায়িত্ব নেওয়ার ৫ মাসের মাথায় বড় চমক দেখালেন ডা. শাহাদাত হোসেন। প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কাছ থেকে আদায় করলেন পুরো পৌরকর। দীর্ঘদিন ধরে সিটি করপোরেশন নির্ধারিত ১৬০ কোটি ১৬ লাখ ৪১ হাজার টাকা পৌরকরের বিপরীতে বন্দর কর্তৃপক্ষ পরিশোধ করে আসছিল মাত্র ৪৫ কোটি টাকা। এতে বছর ১১৫ কোটি টাকা করে রাজস্ব বঞ্চিত হয় সিটি করপোরেশন। দায়িত্ব নেওয়ার পর বন্দর কর্তৃপক্ষ থেকে নির্ধারিত পৌরকরের পুরোটাই আদায়ের উদ্যোগ নেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান মেয়রের কাছে ১০০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

জানা যায়, মেয়রের দায়িত্ব নেওয়ার পর পাওনা পরিশোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেন। বন্দর কর্তৃপক্ষের সাড়া না পেয়ে মন্ত্রণালয়ের দ্বারস্থ হন মেয়র। এর প্রেক্ষিতে সম্প্রতি চসিককে আপাতত ১০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশনা দিয়ে বন্দরের চেয়ারম্যানকে দাপ্তরিক পত্র দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়।

চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯৪–১৯৯৫ অর্থবছর থেকে বন্দর কর্তৃপক্ষ কখনোই পঞ্চবার্ষিকী করপুনর্মূল্যায়নের আলোকে চসিকের প্রস্তাবিত পৌরকরের পুরোটা পরিশোধ করেনি। সাবেক মেয়রদের অনেকে এ বিষয়ে উদ্যোগ নিয়েও ব্যর্থ হন। কেউ অজ্ঞাত কারণে বন্দর কর্তৃপক্ষকে ছাড়ও দেন। অবশেষে ৩০ বছর পর বর্তমান মেয়রের উদ্যোগে চসিকের প্রস্তাবিত পৌরকরের প্রায় পুরোটায় পরিশোধ করল বন্দর কর্তৃপক্ষ। এই পৌরকর পাওয়ায় একদিকে চসিকের যেমন রাজস্ব বাড়ল, অন্যদিকে নিজস্ব ফান্ডের উন্নয়ন কর্মকান্ডে গতি বাড়বে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন