রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

৬ মাসে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় চাইলো ২১ হাজার বাংলাদেশি

মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩

প্রিন্ট করুন
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ অভিবাসীর মৃত্যু 1
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ অভিবাসীর মৃত্যু 1

সিএন প্রতিবেদন: চলতি ২০২৩ সালের প্রথম ছয় মাসে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭টি দেশে আশ্রয় চেয়েছে ২১ হাজার বাংলাদেশি।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য মতে, চলতি বছরের প্রথম ৬ মাসে বিশ্বের বিভিন্ন দেশের ৫ লাখ ১৯ হাজারের বেশি মানুষ আশ্রয় চেয়েছে। আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে প্রায় ২৫ শতাংশ সিরিয়া ও আফগানিস্তানের নাগরিক। এরপর তালিকায় আছে ভেনেজুয়েলা, তুরস্ক, কলম্বিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকেরা।

গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বাংলাদেশের ২০ হাজার ৯২৬ জন মানুষ ইইউ দেশগুলোয় আশ্রয় চেয়েছেন।

ইইউএএ বলছে, কয়েক বছর ধরেই আশ্রয়প্রার্থী বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে আশ্রয়প্রার্থীর সংখ্যা ৫৩ শতাংশ বেশি ছিল। এ বছর আশ্রয়প্রার্থীর সংখ্যা ২০২২ সালের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। গত বছর প্রথম ছয় মাসে ৪ লাখ ৬ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল।

এই তথ্য দিয়ে ইইউএএ ধারণা করেছে, চলতি বছরের শেষ নাগাদ আশ্রয়প্রার্থীর সংখ্যা ১০ লাখ হতে পারে।

তবে, কোন দেশ থেকে কেন মানুষ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছে, সে বিষয়ে ইইউএএ কিছু বলেনি।

ইইউএএ বলছে, এ বছর আশ্রয়ের আবেদন করেছেন এমন প্রায় ৫৯ ভাগ মানুষের আবেদন নাকচ হয়ে গেছে।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন