যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকেই এগিয়ে রাখছেন ভোটাররা। সম্প্রতি প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে ৬ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
বিতর্কসভার পর গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর অনলাইনে করা জরিপে এমন তথ্য উঠে আসে। এর আগে, আগস্টের শেষে করা একটি জরিপের ফলাফলও ছিলো ঠিক একই রকম।
জরিপের ফল বলছে, ভোটারদের মধ্যে নারী এবং তরুণদের বেশি ভোট গিয়েছে হ্যারিসের দিকে। অন্যদিকে পুরুষদের ভোটে দুইজনেরই প্রায় সমান সমর্থন রয়েছে।
এদিকে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং অভিবাসন সমস্যা মোকাবিলার ক্ষেত্রেও কমলার চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। তবে মেয়েদের গর্ভপাতের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে হ্যারিসকেই এগিয়ে রাখছেন ভোটাররা।
Views: 6
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন